শুক্রবার, ১৫ জুন, ২০১২

পবিত্র আল-কোরআন বাংলায় সংগ্রহ করে নিন আপনার পছন্দের কপি।


“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন ধরে ভাবছিলাম এই পোস্ট টি আপনাদের উপহার দিবো। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কিভাবে শুরু করব। আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আজ সাহস করে শুরু করলাম।
আমি আজকে আপনাদের পবিত্র আল-কোরআন এর কিছু কপি উপহার দিবো ইনশাল্লাহ।
quran000 160x140 পবিত্র আল কোরআন বাংলায় সংগ্রহ করে নিন আপনার পছন্দের কপি। :)
আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন,
পড়ো , তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রব বড় মেহেরবান, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, যা সে জানতো না। -(আলাক:১-৫)
পবিত্র কুরআন কে আল্লাহ রাব্বুল আলামীন কোটলি বানিয়ে হাতের-গলায়-কোমরে পেঁচিয়ে রাখার জন্য অবতীর্ণ করেননি , তাবিজ বানিয়ে দেওয়ালের কোণায় কোণায় টাঙানোর জন্য নাযিল করেননি , তারাবীহর সময় ট্রেনের গতিতে পড়ার জন্য মানবজাতির জন্য প্রেরণ করেননি ।এইটি সেই মহাগ্রন্থ আল-কুরান , যা আপনাকে দুনিয়ার যেকোন সমস্যার সমাধান সহ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিধান দিয়েছে , দিয়েছে জান্নাত লাভে দুনিয়া ও জাহান্নাম থেকে মুক্তির উপায় । কুরান অর্থসহ বুঝে পড়লে অন্তরে প্রশান্তি আসবে , জীবনে যুক্তি এবং আখেরাতে মুক্তি মিলবে , ইনশাআল্লাহ ।
আল্লাহ বলেন-
“আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন, যা সামঞ্জস্যপূর্ণ, পূনঃ পূনঃ পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে উঠে চামড়ার উপর, যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়” সূরা যুমার-২৩
“এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে বোধশক্তিসম্পন্ন গণ এর আয়াতসূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যেন তা থেকে উপদেশ গ্রহণ করে।” (৩৮:২৯)
ইনশাআল্লাহ আমরা কুরানের হক পূরণ করব । কুরান অর্থসহ বুঝে পড়লে অন্তরে প্রশান্তি আসবে , জীবনে যুক্তি এবং আখেরাতে মুক্তি মিলবে , ইনশাআল্লাহ ।
আমি এখন আপনাদের পবিত্র আল-কোরআন এর কিছু কপি এর ডাউনলোড লিঙ্ক দিবো। আপনার যেটি পছন্দ সংগ্রহ করুন এবং পড়ুন অর্থসহ। আমরা নামাজ পড়ি, নামাজে কোরআন পাঠ করি কিন্তু অনেকেই জানি না কি বলছি। যদি অর্থ জানা থাকে মনের মধ্যে আরও তৃপ্তি আসবে।
quran onubad 160x140 পবিত্র আল কোরআন বাংলায় সংগ্রহ করে নিন আপনার পছন্দের কপি। :)
>>> পবিত্র আল-কোরআনের শুধু বাংলা অনুবাদ (PDF) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
>>> আরও একটি শুধু বাংলা অনুবাদ ডাউনলোড করুন এখানে ক্লিক করে।
>>> অনেকে আরবি সহ বাংলা অনুবাদ পছন্দ করে থাকবেন। তাই পবিত্র আল-কোরআন আরবি সহ বাংলা অনুবাদ সম্পূর্ণ ৩০ পারা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
al quran academy 160x140 পবিত্র আল কোরআন বাংলায় সংগ্রহ করে নিন আপনার পছন্দের কপি। :)
>>> আল-কোরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দিন আহমেদ সাহেব এর একটি বাংলা অনুবাদ বের হয়েছে। অনুবাদটি খুব সহজ সরল ভাষায় লিখা হয়েছে। আপনার সংগ্রহে রাখতে পারেন। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
tafhimul quran 160x140 পবিত্র আল কোরআন বাংলায় সংগ্রহ করে নিন আপনার পছন্দের কপি। :)
>>> আপনার সংগ্রহে রাখতে পারেন আল-কোরআন এর একটি বাংলা পরিপূর্ণ তাফসীর। সম্পূর্ণ ৩০ পারা কোরআন এর তাফসীর তাফহিমুল কুরআন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
>>> আপনারা সবাই জানেন পবিত্র আল-কোরআন এ রয়েছে ১১৪ টি সূরা। আমরা অনেকেই সবগুলো সূরার নাম জানি না, আবার অনেকে জানলেও সবগুলো সূরা এর নামের অর্থ জানি না। তাই যারা শুধু মাত্র ১১৪ টি সূরা এর নামের বাংলা অর্থ জানতে চান তারা ক্লিক করুন এখানে।
quran mp3 160x140 পবিত্র আল কোরআন বাংলায় সংগ্রহ করে নিন আপনার পছন্দের কপি। :)
>>> অনেকে mp3 তে আল-কোরআন শুনতে ভালবাসেন। আপনি ইচ্ছা করলে আপনার প্রিয় মোবাইলটিতেও লোড করে শুনতে পারবেন। শুনতে পারবেন সুমধুর কণ্ঠে আরবি তেলোয়াত এবং সাথে বাংলা অর্থ। পবিত্র আল-কোরআন mp3 ফরম্যাট এ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
>>> বোনাস হিসেবে আপনাদের দিচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর একটি সিরাত গ্রন্থ। তাই আমাদের প্রিয় নবী (সাঃ) এর জীবনী ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।

আলহামদুলিল্লাহ পোস্টটি লিখতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনারা ডাউনলোড করুন আর পড়ুন, জানুন মহান এই আসমানি কিতাবের সমন্ধে আরও ভালমতো।
“হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।”
[সূরা আল-মু’মিন-০৭]
ইয়া আল্লাহ্‌ ! আমাদেরকে তোমার দ্বীনের উপর অবিচল প্রতিষ্ঠিত রাখো। ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিও। আমিন।
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন